রাজশাহীতে তৃতীয় দিনের মত দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তি চরমে


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 27-09-2025

রাজশাহীতে তৃতীয় দিনের মত দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তি চরমে

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবারও এসব জেলা থেকে কোনো বাস ছাড়েনি বা প্রবেশ করেনি। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন দূরবর্তী গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও তাঁরা আবারও নতুন দাবি তুলেছেন। শ্রমিকরা যত্রতত্র যাত্রী তোলার সুযোগ ও অতিরিক্ত খোরাকি ভাতার দাবি জানালে মালিকেরা প্রতিবাদ স্বরূপ বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্যান্য সব দূরপাল্লার পরিবহন এখনো বন্ধ রয়েছে।


বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন বলেন, “চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা দুই দফা বাস বন্ধ করেছিলেন। গত মঙ্গলবার ঢাকায় বৈঠক করে সমঝোতার পর বাস চালু হয়েছিল। কিন্তু নতুন করে শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলেছে।”

অন্যদিকে, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, “রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১,৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বৃহস্পতিবার রাতেই বাস বন্ধ করে দিয়েছে।”

এ পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা জরুরি প্রয়োজনে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত ভাড়া ও অনিশ্চয়তার কারণে তাদের দুর্ভোগ বাড়ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার