৭৫ বছরের মাদ্রিদ ডার্বিতে প্রথমবার বিধ্বস্ত রিয়াল, হজম করেছে ৫ গোল


, আপডেট করা হয়েছে : 28-09-2025

৭৫ বছরের মাদ্রিদ ডার্বিতে প্রথমবার বিধ্বস্ত রিয়াল, হজম করেছে ৫ গোল

লা লিগার ইতিহাসে এমন রাত খুব কম এসেছে। ৭৫ বছরের মধ্যে এই প্রথমবার মাদ্রিদ ডার্বিতে পাঁচ গোল হজম করে বিধ্বস্ত লস ব্লাঙ্কোসরা। অথচ নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ছিল টানা ছয় জয়। দলে নতুন মুখ আর মাঠে আত্মবিশ্বাস নিয়ে মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মেট্রোপলিটনে সবকিছু যেন ধসে পড়ল। ৫-২ গোলে হারলো অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে।


আগের ছয় ম্যাচে দুটি জয় পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ যেন জ্বলে উঠল রিয়ালকে পেয়ে। ম্যাচের ১৪ মিনিটেই গিলিয়ানো সিমিওনের পাস থেকে লে নরমান্দ গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ১০ মিনিট পর গুলারের নিখুঁত পাস ধরে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। চলতি লিগে এটি তার অষ্টম গোল। এরপর ৩৬ মিনিটে গুলার নিজেই গোল করে দলকে লিড এনে দেন। ভিনিসিয়ুসের বাড়ানো বলে এক স্পর্শে বল জালে পাঠান এই তুর্কি মিডফিল্ডার। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সোরলথের হেডে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ।


দ্বিতীয়ার্ধে রিয়াল যেন ছন্দ হারিয়ে ফেলে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন আলভারেজ। এরপর ৬৩ মিনিটে তার ফ্রি-কিকে বল সরাসরি জালে গড়ায়। ম্যাচের শেষ মুহূর্তে ২২ ম্যাচ গোলখরায় থাকা গ্রিজম্যানও স্কোরশিটে নাম তোলেন।


তবে বল পজিশনে রিয়াল এগিয়ে থাকলেও (৬৩%) আক্রমণে ছিল ছন্নছাড়া। ছয়টি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পেরেছে সফরকারীরা। বিপরীতে ১৩টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু আক্রমণে অতটা সংগঠিত ছিলেন না এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।


৫-২ ব্যবধানে এই বড় হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও রিয়াল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তবে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। রোববার (২৮ সেপ্টেম্বর) কাতালানরা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার