আজ বিশ্ব জলতাঙ্ক দিবস ২০২৫। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জলতাঙ্ক দিবস। রাজশাহীতেও যথাযোগ্য গুরুত্ব দিয়ে পালিত হলো বিশ্ব জলতাঙ্ক দিবস । রবিবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে রাজশাহী মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে জেলা প্রাণিসম্পদ দপ্তর রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি , আলোচনা সভা এবং বিনামূল্যে কুকুর বিড়ালকে টিকা প্রদান কর্মসূচী।
সকালে র্যালিটি প্রাণি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে । স্কুলের শিক্ষার্থী, খামারী, প্রাণী চিকিৎসক ও সাধারন মানুষ এতে অংশ নেন । পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডাঃ এস.আই.এম রাজিউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন । সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস. এম.কামরুজ্জামান, প্রফেসর, ভেটেরিনারি এন্ড এনিমেল সয়েন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় । সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আতোয়ার রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়াবহ ভাইরাসজনিত রোগ। বিশ্বে প্রতি বছর প্রায় ৫৯ হাজার মানুষ এই রোগে মারা যায় এবং বাংলাদেশেও প্রায় ২০০০ মানুষ মারা যায় প্রতি বছর। সচেতনতা বৃদ্ধি ও কুকুর-বিড়ালসহ অন্যান্য পোষা প্রাণীকে নিয়মিত টিকা প্রদানের মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা আরোও বলেন, সরকার জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়তে নিয়মিত ভ্যাকসিনেশন কর্মসূচী বাস্তবায়ন করছে। এজন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো পোষা প্রাণীকে যথাসময়ে টিকা প্রদান করা।
অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়।