ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা


, আপডেট করা হয়েছে : 30-09-2025

ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী।


সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটি শহরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বিভিন্ন প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা আরও বলেন, পাহাড়িরা সব সময় একটি স্লোগান দেয় পাহাড় থেকে সেনা হটাও। এই দুনিয়াতে কিছু বাস্তবতা আছে তার বাহিরে আমাদের যাওয়ার সুযোগ থাকে না। এমন দিন আসবে, আমরা চাইলেও তারা (সেনাবাহিনী) এখানে থাকবে না। এমনও সময় আসবে আমার তাদের জড়িয়ে থাকবো। আবার সময় আসবে, তখন তাদের বলবো চলে যাও। সুতরাং বাস্তবতাকে বুঝতে হবে। শর্ত যখন পরিপূর্ণ হবে, তখন আমরাই অনুধাবন করবো, তারা থাকবে না চলে যাবে।


সুপ্রদীপ চাকমা বলেন, সব মিলেই কেন ভালো দিকে এগিয়ে যেতে পারছি না। মা দুর্গার আশীর্বাদে এই প্রার্থনা করি আমরা সবাই শান্তিতে, ভালোভাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে পারি এটাই আমার কামনা ও বাসনা।


এ সময়  রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজাসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার