বিশ্বে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক


, আপডেট করা হয়েছে : 02-10-2025

বিশ্বে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে অর্ধেক পথ অতিক্রম করেছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এই বিলিয়নিয়ারের সম্পদ এক সময়িকভাবে ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স ট্র্যাকার অনুযায়ী, ৫৪ বছর বয়সী মাস্কের সম্পদ বুধবার ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছায়, যদিও পরে তা কমে ৪৯৯.১ বিলিয়ন ডলারে নেমে আসে।


তালিকায় মাস্কের পর ৩৫০.৭ বিলিয়ন ডলার নিয়ে আছেন ওরাকলের সিইও ল্যারি এলিসন এবং মেটার সিইও মার্ক জাকারবার্গ ২৪৫.৮ বিলিয়ন ডলার নিয়ে আছেন তৃতীয়তে।


ইলন মাস্ক পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ছেড়ে দেন। ১৯৯৯ সালে তার প্রথম অনলাইন সফটওয়্যার কোম্পানি মার্কিন কম্পিউটার নির্মাতা কমপ্যাকের কাছে ৩০০ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি করে প্রথমবার কোটিপতি হন।


পরে তার আরেকটি উদ্যোগ পেপ্যালের সঙ্গে একীভূত হয়। সেই অভিজ্ঞতার পর ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন মহাকাশযান নির্মাতা স্পেসএক্স এবং ২০০৪ সালে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাতে চেয়ারম্যান হিসেবে যুক্ত হন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার