গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব, বিভক্ত ইসরায়েলি রাজনীতি


, আপডেট করা হয়েছে : 02-10-2025

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব, বিভক্ত ইসরায়েলি রাজনীতি

গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা উল্লেখ রয়েছে, যেটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবুও এই প্রস্তাবের পাশে দাঁড়িয়েছেন তিনি।


ট্রাম্পের প্রস্তাবে সমর্থন দিয়েছে- জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ শীর্ষ আরব ও মুসলিমপ্রধান দেশগুলো। তারা বলছে, এর ফলে গাজার পুনর্গঠন ও দুই-রাষ্ট্র সমাধানের পথ সুগম হতে পারে।


ট্রাম্প জানিয়েছেন, তিন থেকে চার দিনের মধ্যে হামাসকে স্পষ্ট জবাব দিতে হবে ‘হ্যাঁ অথবা না’। অন্যথায় যুদ্ধ চলতে থাকবে।


প্রস্তাবিত পরিকল্পনা অনেকটাই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগের মতো, যা ব্যর্থ হয়েছিল নেতানিয়াহুর জোটের উগ্র ডানপন্থিদের আপত্তির কারণে। এবারও সেই অভ্যন্তরীণ চাপে পরিকল্পনা টিকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে- কোনো ফিলিস্তিনিকে জোর করে দেশ থেকে বিতাড়িত করা হবে না। তবে ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী রাজনীতিকরা একে ‘মিউনিখ চুক্তি’র সঙ্গে তুলনা করে নিন্দা জানাচ্ছেন। তাদের মতে, এটি ইসরায়েলকে দুর্বল করবে।


অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গ এড়ানো হলে শান্তি দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলে মনে করছে পশ্চিমা বিশ্বের অনেক দেশ।


বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রথমবারের মতো ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছেন যুদ্ধ থামাতে। কিন্তু নেতানিয়াহু তার জোটের উগ্রপন্থিদের রোষ এড়িয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নে কতটা ছাড় দেবেন- তা এখনো স্পষ্ট নয়। ফলে গাজার যুদ্ধ শেষ করার এ উদ্যোগ আশার আলো জাগালেও সমাধান এখনো অনিশ্চিত।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার