দুর্গাপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


রাজশাহীর প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-10-2025

দুর্গাপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচির আলোকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ সভায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর যুবদলের সভাপতি জনাব ফাইজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু বকর সিদ্দিক।


আলোচনা সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচির প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের করণীয় বিষয়ে আলোচনা করেন।


বক্তারা বলেন, “এই ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক, স্বাধীন এবং সুশাসনভিত্তিক বাংলাদেশের রূপরেখা। দেশের জনগণের অধিকার রক্ষায় এই কর্মসূচি একটি নতুন দিক নির্দেশনা।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ।


সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয় এবং ৩১ দফা কর্মসূচির কপি হস্তান্তর করা হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার