আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হাবিব গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 04-10-2025

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হাবিব গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎


‎শনিবার (৪ অক্টোবর) ভোরে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর করা সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আজ ভোরে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়াকে ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার