রাজধানীতে বিএসটিআই অভিযানে এক কোটি টাকার ভেজাল কসমেটিকস জব্দ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 08-10-2025

রাজধানীতে বিএসটিআই অভিযানে এক কোটি টাকার ভেজাল কসমেটিকস জব্দ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযান পরিচালনায় রাজধানীর চকবাজার ও মিরপুর এলাকা থেকে আনুমানিক এক কোটি টাকার ভেজাল কসমেটিকস জব্দ করা হয়েছে। গতকাল এবং আজ সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম জানান, সেনাবাহিনী ও র‍্যাবের সহযোগিতায় বিএসটিআই ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ স্কিন ক্রিম, সেভেন অয়েল, লরিয়াল ফেস পাউডার, নিভিয়া লিপস্টিক ও বেবি লোশনসহ বিভিন্ন ভেজাল কসমেটিকস জব্দ করা হয়েছে। এসব পণ্য ব্যবহারে বিশেষ করে মা-বোনরা শারীরিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিএসটিআই মহাপরিচালক আরও বলেন, “জব্দকৃত স্কিন ক্রিমে মাত্রাতিরিক্ত হাইড্রোকুইনোন ব্যবহার করা হয়েছে, যার কিছু ক্ষেত্রে নির্ধারিত মাত্রার চেয়ে আড়াই হাজার গুণ বেশি পাওয়া গেছে। দ্রুত সুন্দর হওয়ার লোভে এসব পণ্য ব্যবহারে অনেকের কিডনি ও লিভারের ক্ষতি হচ্ছে। এছাড়া এসব ক্রিমের অতিরিক্ত ব্যবহারে ক্যান্সার হওয়ার আশঙ্কাও রয়েছে।”


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার