তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 08-10-2025

তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

ওপার বাংলার আসন্ন রোমান্টিক সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা থাকলেও শেষমেশ থাকছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন টালিউডের নতুন মুখ সুস্মিতা চ্যাটার্জি

ছবিটির নির্মাতা এম এন রাজ, আর শোনা যাচ্ছে বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশীর বিপরীতে দেখা যাবে এই নতুন জুটিকে। শুরু থেকেই তানজিন তিশার যুক্ত হওয়ার খবরে দর্শকের আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত ভিসাজনিত জটিলতার কারণে তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “তানজিন তিশা চুক্তিবদ্ধ হলেও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে নির্ধারিত সময়মতো ভারতের শুটিং ইউনিটে যোগ দিতে পারেননি। তাই তার পরিবর্তে চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়েছে সুস্মিতা চ্যাটার্জিকে।”

উল্লেখযোগ্য, সুস্মিতা চ্যাটার্জি সম্প্রতি আলোচনায় এসেছেন পরিচালক সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিত হয়ে। তাদের ঘনিষ্ঠতা নিয়ে টালিউডে গুঞ্জনও চলছে।

অন্যদিকে, তানজিন তিশা এখনো ‘ভালোবাসার মরশুম’ থেকে বাদ পড়া কিংবা সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে ভক্তদের জন্য তার একটি সুখবরও রয়েছে—প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে।

সূত্র জানায়, তিশাকে চূড়ান্ত করা হয়েছে ‘সোলজার’ সিনেমার জন্য, যেখানে তিনি নায়িকা হিসেবে অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। এটি হতে যাচ্ছে তিশার বড় পর্দায় প্রথম কাজ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার