রেললাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হওয়ায় পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলভবনে এ অভিযান চালানো হয়।
দুদক জানিয়েছে, ২০২১-২০২২ অর্থ বছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল ও কেন্দ্রীয় সদর দপ্তরে বিপুল ব্যয়ে রেল লাইনের পাথর, ট্রেন মেরামত সরঞ্জাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা সরঞ্জাম, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট, কাগজের মত বিভিন্ন পণ্য কেনা হয়। এসব মালামাল কেনার ঘটনায় পরে অডিট হয়। নিরীক্ষা দল তাদের প্রতিবেদনে জানায়, প্রকৃত বাজার দরের চেয়েও রেল বিভাগ ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি খরচ করে মালামাল কিনেছে।
দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০২১ সালের সেই অডিট আপত্তি এখন পর্যন্ত রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি। সেকারণে এই কেনাকাটার দুর্নীতি নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। রেলভবন থেকে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। যদি অনিয়ম পাওয়া যায়, তাহলে নিয়মিত মামলার জন্য সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে।
এদিন পশ্চিমাঞ্চল রেল ভবনে রেলের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন না। ফলে এ নিয়ে রেল বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি।