জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 09-10-2025

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 


বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশানের বাসা থেকে রওনা করেছেন।


শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।


বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানিয়েছেন- উনি মাজার জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে মাজারে জিয়ারত করতে নেওয়া হয়েছে। যার কারণে আগে থেকে দলের অন্যদের জানানো হয়নি। 

বিএনপির আরেক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ করে কেন মাজার জিয়ারত করতে এসেছেন, তা জানি না। তবে, তিনি ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে মাজার জিয়ারত করেছেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। যার কারণে তিনি মুক্ত হওয়ার পর আর মাজারে যাননি।

এই নেতা আরও বলেন, এখন স্বাস্থ্যগতভাবে ম্যাডাম আগের তুলনায় সুস্থ আছেন। যার কারণে আজ হয়তো স্বামীর মাজারে কুরআন তিলাওয়াত করতে গিয়েছেন।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে মাজার জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

এর আগে রাত ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা এখন আগের তুলনায় ভালো। কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।

এক প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার বলেন, চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে। এখন উনার মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে বিদেশে নেওয়া হবে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার