‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 09-10-2025

‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন

‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর লক্ষিপুরে ডাক বিভাগের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের অফিসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল (উত্তরাঞ্চল) কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খন্দকার মাহবুব হোসেন, রিজিওনাল ম্যানেজার, ডাক জীবন বীমা; মাহফুজুর রহমান, সিনিয়র পোস্টমাস্টার রাজশাহী জিপিও; এবং রাকিব বিশ্বাস, ডিপিএমজি রাজশাহী পোস্টাল বিভাগ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, উত্তরাঞ্চল, রাজশাহী।

বক্তারা বলেন, “ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন—এসব শব্দ আজ তেমন ব্যবহৃত না হলেও একসময় মানুষের জীবন ও আবেগের অংশ ছিল। দিনের পর দিন অপেক্ষা করত মানুষ প্রিয়জনের চিঠির জন্য। সেই সময়ের আবেদন এখন আধুনিক প্রযুক্তির ভিড়ে স্মৃতিমাত্র হয়ে গেছে।”

তারা আরও বলেন, “যদিও আগের আবেদন কিছুটা হারিয়ে গেছে, তবু সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক রূপে গড়ে তুলতে সরকার কাজ করছে। ই-কমার্স খাতে ডাক বিভাগ এখন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও হিমায়িত খাবার পৌঁছে দিতে ডাকঘরের বিকল্প নেই।”

আলোচনা সভার পাশাপাশি পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার