২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 23-05-2022

২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৯ হাজার ১৩০ জনের মৃত্যু হলো।


সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে টানা ৩০ দিন পর ২১ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।  


২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হলো।


রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২রাঙ্গামাটিতে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

বুলেটিনে আরও বলা হয়,  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।


২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার