রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 26-10-2025

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। এরা মোট ৩৬ হাজার ১০২টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজশাহী শিক্ষাবোর্ডের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খাতা চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করা হয় গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।

ফলাফল পরিসংখ্যান

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, গেল বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ — তুলনামূলকভাবে এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

৩৫ কলেজে কেউ পাস করেনি

শিক্ষাবোর্ড সূত্র জানায়—

এ ছাড়াও—

পরীক্ষা আয়োজন

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন।

ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ শিগগিরই জানানো হবে বলে জানা গেছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার