১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর


, আপডেট করা হয়েছে : 15-08-2022

১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শহীদদের কবরে যান প্রধানমন্ত্রী।

সেখানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বেলা ১২টায় গোপালগেঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর সেখানে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

টুঙ্গিপাড়ায় কর্মসূচি শেষ করে বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার