 
                                
                             
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার ‘স্পিরিট’ নিয়ে আলোচনা শুরু থেকেই তুঙ্গে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভাস।
এবার খবর, সিনেমাটিতে খল নায়ক হিসেবে দেখা যাবে কোরিয়ান অভিনেতা ডন লিকে। যিনি ‘ট্রেন টু বুসান’ এবং ‘মার্ভেলস ইটারনালস’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেছেন।
কোরিয়ান বিভিন্ন বিনোদন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডন লি এই সিনেমায় প্রভাসের বিপরীতে প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন।
কোরিয়ার শীর্ষস্থানীয় বিনোদন মাধ্যম মুকো এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে ভারতীয় সিনেমায় ডন লির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে।
মুকো তাদের প্রতিবেদনে জানায়, “সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে দেখা যাবে এক ডার্ক-টোনড ডিটেকটিভ ক্রাইম ড্রামায়। আর তার বিপরীতে খলনায়কের চরিত্রে থাকবেন ডন লি (যার কোরিয়ান নাম মা ডং-সক)।
”
প্রতিবেদনে আরো জানা গেছে, ‘স্পিরিট’-এ যদিও এখনো অভিনেতা বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি, তবে ডন লির সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্ট থেকেও বিষয়টি আন্দাজ পাওয়া গেছে।
শুধু তা-ই নয়, ডন লিকে ভারতের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে তোলা কিছু ছবিতেও দেখা গেছে।
‘অর্জুন রেড্ডি’ এবং ‘অ্যানিমেল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, ‘স্পিরিট’ তার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ প্রকল্প। সিনেমাটিতে থাকবে তীব্র আবেগঘন নাটকীয়তা ও বিশাল পরিসরের অ্যাকশন দৃশ্য।
চলচ্চিত্রে প্রভাস অভিনয় করবেন এক নৈতিক দ্বন্দ্বে জর্জরিত শক্তিশালী পুলিশ কর্মকর্তার ভূমিকায়, আর ডন লি থাকবেন ভয়ংকর ভিলেন হিসেবে। যা ছবিতে আন্তর্জাতিক রসদ যোগ করবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ত্রিপ্তি ডিমরি, প্রকাশ রাজ এবং বিবেক ওবেরয়।
টি-সিরিজ ও ভদ্রকালী পিকচার্স প্রযোজিত ‘স্পিরিট’ নির্মিত হচ্ছে বিশাল বাজেটে এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী এটি মুক্তি পাবে। এতে প্রভাস ছাড়াও অভিনয় করছেন তৃপ্তি দিমরি, প্রকাশ রাজ, বিবেক ওবেরয় প্রমুখ।