শতক ছাড়াল পেঁয়াজের কেজি


, আপডেট করা হয়েছে : 04-11-2025

শতক ছাড়াল পেঁয়াজের কেজি

দেশের বাজারে হঠাৎ লাগামহীন হয়ে উঠেছে পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে ১০০ থেকে ১১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজিতে ৩৩ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।


বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের কিছুটা সংকট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আবার আমদানি শুরু হলে পেঁয়াজের দাম নেমে যাবে।


মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালী কাঁচাবাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


 

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।


 

আড়তদাররা দাবি করেছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।


রাজধানীর কারওয়ান বাজারের আড়তদার মো. জালাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে আড়তে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। মূলত দেশি পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে।


আজ (মঙ্গলবার) রাজশাহীর পেঁয়াজ ১০২ টাকা এবং পাবনার পেঁয়াজ ১০৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।’

পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ কালের কণ্ঠকে বলেন, ‘গত তিনমাস ধরে দেশের বাজারে পেঁয়াজের সংকট চলছে। এখন আর দেশি পেঁয়াজ নেই। যার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। ভারতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজিতে।


তাই দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত আমদানির বিকল্প নেই।’

সংশ্লিষ্টরা বলছেন, দেশে রবি মৌসুম শুরু হয় অক্টোবরের মাঝামাঝি। এ বছর পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় পেঁয়াজের চাড়া রোপণ শুরু হয়েছে কিছুটা দেরিতে, ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। এ অবস্থায় সময়মতো আমদানি অনুমোদন না পেলে বাজার আরো অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার