নতুন সরকারি ছুটি যোগ হচ্ছে ক্যালেন্ডারে


, আপডেট করা হয়েছে : 08-11-2025

নতুন সরকারি ছুটি যোগ হচ্ছে ক্যালেন্ডারে

নতুন বছরে সরকারি কর্মজীবীরা ভোগ করবেন মোট ২৮ দিনের ছুটি। এর মধ্যে ৯ দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিনে। চলতি ২০২৫ সালে সরকারি ছুটি ছিল ২৭ দিন। আগামী বছর ছুটি বাড়ছে একদিন।


২০২৬ সালের ৫ আগস্ট প্রথমবারের মতো সরকারি ছুটি পাবেন দেশের সরকারি চাকরিজীবীরা। এদিনকে ‘সাধারণ ছুটি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ২ জুলাই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।


মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের পরিপত্রের ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।


তিনি বলেন, ‘আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়বে। মূলত ১৯ দিনের ছুটি কার্যদিবসে থাকবে।’


প্রতি বছরই শহীদ দিবস (২১ ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), মে দিবস (১ মে) এবং বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সাধারণ ছুটি থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নতুন একটি ছুটি।


২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এদিন সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার