সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ


, আপডেট করা হয়েছে : 09-11-2025

সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ

সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো।’


রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন,


‘যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়।’


তিনি আরও বলেন, ‘আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে—২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন, এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।’


ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কোথা থেকে করবো, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে ঢাকা থেকেই করবো, ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো, সেটি আমার বিষয় না— আমি নিজের সিদ্ধান্ত এককভাবেই নেবো।’


ভোটার এলাকা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমার সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়াই স্বাভাবিক। নির্বাচনের জন্য কোথায় ভোটার হলাম, সেটা গুরুত্বপূর্ণ না— দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট।’


জুলাই সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই সনদ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর— সবই একসঙ্গে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, আর সংস্কার কার্যক্রমও চলমান।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার