রাজশাহীতে বিউটিবেল্ট প্রেজেন্টস ‘১১.১১ সেল অব দ্য ইয়ার’ মেলা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 12-11-2025

রাজশাহীতে বিউটিবেল্ট প্রেজেন্টস ‘১১.১১ সেল অব দ্য ইয়ার’ মেলা অনুষ্ঠিত

 রাজশাহী শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত ক্রেভিংস রেস্টুরেন্টে মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘বিউটিবেল্ট প্রেজেন্টস ১১.১১ সেল অব দ্য ইয়ার মেলা’। একদিনব্যাপী এই মেলার আয়োজন করে পি অ্যান্ড জে বিজনেস কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফৌজিয়া আক্তার জিসা এ আয়োজনে নেতৃত্ব দেন।

মেলায় অংশ নেয় বিভিন্ন ফ্যাশন, কসমেটিকস ও লাইফস্টাইল ব্র্যান্ড। দিনভর ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

ক্রেতারা জানান, এমন আয়োজন রাজশাহীর কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। তারা মেলাটি উপভোগ করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক ফৌজিয়া আক্তার জিসা বলেন, “ক্রেতা ও উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। রাজশাহীবাসীর আগ্রহ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার।”

মেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার