‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুর-ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বাধা


, আপডেট করা হয়েছে : 13-11-2025

‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুর-ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে বাধা

‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড, পুলিয়া ও পুকুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল পৌনে ৯টা থেকে সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হতে দেখা গেছে। 


আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শুয়াদী ও পুলিয়া বাজার এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


স্থানীয়রা জানান, ভোর থেকেই বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী শুয়াদী বাসস্ট্যান্ড, পুলিয়া ও পুকুরিয়া লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। সকাল ৭টার দিকে অনেকেই তাদের সঙ্গে যুক্ত হলে পুরো রাস্তা অবরোধ হয়ে যায়। অল্প সংখ্যক লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও ফরিদপুর থেকে আন্তঃজেলা পরিবহন বন্ধ রয়েছে বলে একটি সূত্র জানায়। এসময় অবরোধকারীরা রোগী থাকা অ্যাম্বুল্যান্সগুলোকে ছেড়ে দিয়েছে বলে জানান স্থানীয়রা।


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে আশা করছি।


এদিকে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, খুব সকালে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের পুলিয়া বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করার বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার