দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মানিকগঞ্জে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ শহরের দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ শহরের প্রবেশমুখে পৌঁছানোর পর হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
অপরদিকে, ককটেল বিস্ফোরণের মতো অপতৎপরতা রুখতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিকদলের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে একত্রিত হয়ে অবস্থান নেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।