শাকিব খানের ‘প্রিন্স’–এ নায়িকা ফারিণ


, আপডেট করা হয়েছে : 16-11-2025

শাকিব খানের ‘প্রিন্স’–এ নায়িকা ফারিণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবার বড় পর্দায় আসছেন ‘প্রিন্স’ হয়ে। ছবির নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে টানা কয়েকদিন ধরে ছিল নানা জল্পনা। শেষ পর্যন্ত সেই জল্পনার শেষ টানল প্রযোজক প্রতিষ্ঠান। জানা গেল, কে হচ্ছেন শাকিবের ‘প্রিন্সেস’।


‘প্রিন্স’–এর নায়িকা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী জানালেন, শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য তিনিও বেশ আগ্রহী ছিলেন।


প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’। শনিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, “বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সঙ্গে শুরু হলো তার নতুন পথচলা। একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা।”


পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে ফারিণ লেখেন, “হৃদয় ভরা ভালোবাসা, ‘প্রিন্স’ সিনেমার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।”


পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় আগামী ঈদেই মুক্তি পেতে পারে ‘প্রিন্স’। নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর চিত্রনাট্য। সেখানে উঠে আসবে সেই সময়কার অন্ধকার দুনিয়ার গল্প। নায়ককে বিভিন্ন বয়সে দেখানোর প্রয়োজনীয়তায় শাকিব খানের নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।


সিনেমাটিতে ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জার দায়িত্ব সামলাবেন বলিউডের কয়েকজন বিশেষজ্ঞ। পরিচালক জানান, ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় থাকছেন সিনেমাটির চিত্রগ্রহণে। একই সিনেমার রূপসজ্জাশিল্পী শাকিবের মেকআপের দায়িত্বে থাকবেন।


গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। আগামী ঈদে মুক্তির লক্ষ্যেই এগিয়ে যাবে কাজ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার