মাদারীপুরের মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান


, আপডেট করা হয়েছে : 17-11-2025

মাদারীপুরের মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাদারীপুর সদরের মোস্তফাপুর মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতামূলক শক্ত অবস্থান নিয়েছে।



রোববার (১৬ নভেম্বর) ভোরে ডাসার এলাকায় গাছ কেটে মহাসড়ক অবরোধ এবং সন্ধ্যায় মাদারীপুর সদরের মোস্তফাপুর মোড়ে মশাল মিছিল হওয়ার পর সোমবার সকাল থেকেই মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে।


মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম বলেন, আমরা কয়েকদিন ধরেই মাঠে আছি এবং সবকিছু মনিটরিং করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, এপিবিএন, র্যাবসহ অন্যান্য বাহিনী সতর্ক দৃষ্টিতে অবস্থান করছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার