কলিং বেলে সালামের মাধ্যমে কি সুন্নত আদায় হবে?


, আপডেট করা হয়েছে : 18-11-2025

কলিং বেলে সালামের মাধ্যমে কি সুন্নত আদায় হবে?

প্রশ্ন : প্রযুক্তির উৎকর্ষের যুগে এখন কলিং বেলে সালাম এসে গেছে। কলিং বেল চাপ দিলেই সালামের আওয়াজ শোনা যায়। কলিং বেলে সালামের মাধ্যমে কি সুন্নত আদায় হবে?


-আকাশ আহমদ, মিরপুর


উত্তর : বর্তমানে যে আধুনিক কলিং বেলের সালাম এসেছে, তা অনুমতি চাওয়ার জন্য যথেষ্ট। তবে কলিং বেলের পর আগন্তুক নিজের নাম আওয়াজ করে বলে দেওয়া জরুরি, যাতে বাড়ির ভেতরের লোকেরা শুনতে পায়।


তবে কলিং বেলের সালামের দ্বারা সালামের সুন্নত আদায় হবে না। (মাআরিফুল কোরআন : ৬/৩৯১)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার