সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান চাকরিচ্যুত


, আপডেট করা হয়েছে : 20-11-2025

সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান চাকরিচ্যুত

৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমানকে চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


চাকরিচ্যুত কাজী আরিফুর রহমান ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।


লিখিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।


এতে আরো বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার