৮০ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার


, আপডেট করা হয়েছে : 23-11-2025

৮০ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোট ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে।


ইসি’র জনসংযোগ শাখা জানিয়েছে, এই সংলাপটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। দিনব্যাপী আয়োজিত এ আলোচনায় পর্যবেক্ষকদের মতামত, পরামর্শ ও সুপারিশ সংগ্রহ করবে ইসি।


ইসির মতে, নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু করতে এবং পর্যবেক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করতে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মতামত বিবেচনায় নিয়ে কমিশন নির্বাচনের রূপরেখা ও প্রস্তুতিতে কাজ করবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার