বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব চান: জামায়াত আমীর


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 28-11-2025

বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব চান: জামায়াত আমীর

পাবনার ইশ্বরদীতে সাম্প্রতিক সহিংস ঘটনা হঠাৎ করে ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, এই ঘটনা প্রমাণ করেছে—ব্যালট নয়, বিএনপি প্রার্থী বুলেটের ভয় দেখিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইশ্বরদীর সহিংস ঘটনার পেছনে বিএনপির দলীয় প্রার্থীর ‘অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক’ বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী। তার মতে, এসব আচরণ স্পষ্ট করে দিচ্ছে—এটি কোনো ব্যালটের প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং ‘বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা।’

জামায়াত আমির আরও বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এখন জনগণ দেখতে চায়, বাস্তবে তারা কী পদক্ষেপ গ্রহণ করে। তিনি সন্ত্রাসীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।

তিনি জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “ইনশাআল্লাহ আমরা থামব না।”


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার