যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ভারত의 মাদুরাইয়ে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফির শিরোপা জিতেছে লাল–সবুজের তরুণরা।
চ্যালেঞ্জার বিভাগটি মূলত গ্রুপপর্ব থেকে বাদ পড়া আট দলের জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিশেষ স্থান নির্ধারণী পর্ব, যা এবার আনুষ্ঠানিকভাবে ট্রফি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এতে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন ছুঁয়েছে বাংলাদেশ।
ম্যাচের নায়ক ছিলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। আবারও হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন ১৮–তে, যার মধ্যে রয়েছে অবিশ্বাস্য পাঁচটি হ্যাটট্রিক। এখন পর্যন্ত যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে হুজায়ফার পিসি থেকে আসে দ্বিতীয় গোল। তৃতীয় কোয়ার্টারে রাকিবুল হাসান রকির ফিল্ড গোল বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল। শেষ পর্যন্ত ৫-২ গোলেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
গ্রুপপর্বে শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই করলেও শীর্ষ ষোলোতে যেতে পারেনি। তবে স্থান নির্ধারণী পর্বে দেখা যায় বাংলাদেশি তরুণদের প্রকৃত শক্তি।
এই সাফল্য বাংলাদেশের হকি ইতিহাসে নতুন মাইলফলক। বিশ্ব মঞ্চে এত বড় কোনো অর্জন এর আগে লাল–সবুজ হকি দল পায়নি। বিশেষ করে আমিরুল ইসলামের অসাধারণ গোল প্রবাহ ও সামগ্রিক দলীয় পারফরম্যান্স দেশকে এনে দিল সোনালি মুহূর্ত।
বাংলাদেশ যুব হকির দায়িত্বশীল, কোচিং স্টাফ ও খেলোয়াড়রা জানিয়েছেন—এই সাফল্য দেশকে আরও বড় অর্জনের পথ দেখাবে।