পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার সাক্ষাতের অপেক্ষায় কর্মচারী নেতারা


, আপডেট করা হয়েছে : 15-12-2025

পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার সাক্ষাতের অপেক্ষায় কর্মচারী নেতারা

পে স্কেল চালু করতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া সময় পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। পে স্কেল চেয়ে ১৮ লাখ সরকারি চাজরিজীবীর দেওয়া আল্টিমেটামের শেষ দিন পার হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে গেজেট জারির শেষ দিন ছিল। এখন পে স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সাক্ষাতের অপেক্ষায় আছেন কর্মচারী নেতারা।


 

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা। 


বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। আজ অফিসে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।’


উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন।


এ সময় খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্যসচিব হুমায়ুন কবীর বলেন, ‘আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। প্রথমত অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেয়ার যৌক্তিকতা ও দাবি জানাব। তার প্রতিক্রিয়া অনুযায়ী বৈঠক করে সিদ্ধান্ত নেব।


প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার