লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান, সফরসঙ্গী হলেন যারা


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 24-12-2025

লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান, সফরসঙ্গী হলেন যারা

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশে ফেরার যাত্রা শুরু করলেন তিনি।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র জানায়, তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার সফরসঙ্গীদের চেক-ইন করতে দেখা যায়। এ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে মোট ছয়টি টিকিট কাটা হয়েছে। এছাড়া বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী নিজ উদ্যোগে টিকিট কেটে একই ফ্লাইটে দেশে ফিরছেন।

সফরসঙ্গীরা কারা

জানা গেছে, ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানসহ মোট পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তারা হলেন—

এই ছয়টি টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার