ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান


, আপডেট করা হয়েছে : 27-12-2025

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের দিকে তিনি ইসিতে গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন বলে জানা গেছে। 


নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে।


 

এর আগে বেলা ১১টার দিকে জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ ছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি।


দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে ফেরেন গুলশানে বাসায়। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার