খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি


, আপডেট করা হয়েছে : 30-12-2025

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।



মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেন।


তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল এক শূন্যতা সৃষ্টি হয়েছে।


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে সাত দিন শোক পালন করবে দলটি। এ সময় বিএনপির নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। 


আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।


তিনি বলেন, খালেদা জিয়ার নামাজে জানাজ ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার