আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের


, আপডেট করা হয়েছে : 03-01-2026

আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।



শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমান সামগ্রিক পরিস্থিতির কারণে বোর্ড কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।” ফলে রেকর্ড দামে দলে ভিড়ানো মুস্তাফিজ এবারের আইপিএলে অংশ নিতে পারছেন না।


তবে কেকেআর চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমতি দেওয়া হবে।


বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আসন্ন আইপিএলে কেকেআরের বোলিং আক্রমণে বড় পরিবর্তন দেখা দিতে পারে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার