ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৮১টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তাদের এবার নিবন্ধন দেওয়া হয়নি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজধানীর এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে একটি নতুন নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের ‘তৃতীয় চক্ষু’ হিসেবে কাজ করেন। নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পর্যবেক্ষকদের বয়সসীমা প্রসঙ্গে তিনি জানান, এবার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়সসীমা ২১ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অল্প বয়সী পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষণকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে নাগরিক সমাজের ভূমিকা জোরদারের বিষয়েও আলোচনা হয়।