নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই : মাহফুজ আলম


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 11-01-2026

নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই : মাহফুজ আলম

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথা যেমন তিনি শুনতে চান, তেমনি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট এবং সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনা প্রয়োজন। দেড় বছরের কর্মকাণ্ড পর্যালোচনার পর নতুনভাবে কীভাবে আবার শুরু করা যায়, সেই সম্ভাবনা নিয়েই তিনি আলোচনা করতে চান।

রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।

পোস্টে তিনি লেখেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ’ ছাত্র ও নাগরিকের সঙ্গে তার কথা হয়েছে। তারা একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে যাদের সঙ্গেই কথা হয়েছে, তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা লক্ষ্য করেছেন তিনি।

মাহফুজ আলম বলেন, “কিন্তু আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।”

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করেন, দ্বিদলীয় (বর্তমান জোটভিত্তিক) কাঠামো নিয়ে অনাগ্রহী, আদর্শিকভাবে আপোসহীন এবং নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করেন—তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার