পোস্টাল ব্যালটে ফেনীতে ভোট দেবেন ৪০ হাজারের বেশি ভোটার


, আপডেট করা হয়েছে : 16-01-2026

পোস্টাল ব্যালটে ফেনীতে ভোট দেবেন ৪০ হাজারের বেশি ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। সেই নির্বাচনী আমেজ এবার দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও ছড়িয়ে পড়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বিদেশে বসবাসরত বাংলাদেশিরা।


নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেনী জেলায় পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা ৪০ হাজার ১৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ৯২ জন এবং নারী ভোটার ৪ হাজার ১০৫ জন। এ পর্যন্ত ৩৯ হাজার ৫২ জন ভোটারের নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে, আর ১ হাজার ১৪৫ জনের আবেদন এখনো যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।


একই সূত্রে জানা যায়, পোস্টালে ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) মোট ১১ হাজার ১৬০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৭ জন এবং নারী ভোটার ১ হাজার ১৯৩ জন। বর্তমানে ১০ হাজার ৫৮৯ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৬৭১ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।


ফেনী-২ আসনে (ফেনী সদর) মোট ১২ হাজার ৮১৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩১৪ জন এবং নারী ভোটার ১ হাজার ৪৯৯ জন। এদের মধ্যে ১২ হাজার ৬১০ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে, বাকি ২০৩ জনের নিবন্ধন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


এ ছাড়া ফেনী-৩ আসনে (সোনাগাজী ও দাগনভূঞা) মোট ১৬ হাজার ২২৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭১১ জন এবং নারী ভোটার ১ হাজার ৪১৩ জন। অনুমোদিত ভোটারের সংখ্যা ১৫ হাজার ৮৫৩ জন এবং ২৭১ জন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এ আসনটি পোস্টাল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় দেশের শীর্ষে রয়েছে।


আসন্ন নির্বাচনে ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ইন-কান্ট্রি পোস্টাল ভোটের (আইসিপিভি) জন্য নিবন্ধন করেছেন।


একই ওয়েবসাইটে প্রকাশিত ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনীতে ইন-কান্ট্রি পোস্টাল ভোটে মোট নিবন্ধনকারীর সংখ্যা ৯ হাজার ৭৭২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৭৩৯ জন এবং নারী ৩ হাজার ৩৩ জন।


ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইন-কান্ট্রি পোস্টাল ভোটে নিবন্ধনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী ৬ হাজার ৩৭৩ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৩ হাজার ১৩২ জন, আনসার ও ভিডিপি সদস্য ১৮২ জন এবং কারাবন্দি ৮৫ জন রয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৮১৫ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৯৫৭ জন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।


এর আগে গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া গত ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়। নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এবার সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। একই 

ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে পোস্টাল ভোটে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে, যেখানে ১৬ হাজার ১২৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার