এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড


, আপডেট করা হয়েছে : 16-01-2026

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের সুবিধার্থে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ২৪ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ পুনর্নির্ধারণ করে ২৫ জানুয়ারি করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।


এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত সূচি জানানো হয়।


ঘোষিত সূচি অনুযায়ী, চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত।


উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে হিসেবে এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে। পাশাপাশি মাঝখানে ছুটি থাকায় ব্যবহারিক পরীক্ষাও কিছুটা দেরিতে অনুষ্ঠিত হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার