ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 16-01-2026

ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় ধৈর্য ধারণ এবং পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “ধৈর্যের পরীক্ষায় সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”

তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি ও সমাজে মর্যাদা বৃদ্ধি পায়।
তিনি উল্লেখ করেন, “অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।”

জামায়াত আমিরের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংযম, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার