নুরের আসনে বিএনপির আরও এক কমিটি বিলুপ্ত


, আপডেট করা হয়েছে : 17-01-2026

নুরের আসনে বিএনপির আরও এক কমিটি বিলুপ্ত

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।



শনিবার (১৭ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।


নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলাধীন গলাচিপা পৌর বিএনপি’র বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুনের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকা এবং বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে সক্রিয় ভূমিকা না রাখার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার