নির্ধারিত সময়ে শোকজের জবাব দেননি নাহিদ ও পাটওয়ারী


, আপডেট করা হয়েছে : 19-01-2026

নির্ধারিত সময়ে শোকজের জবাব দেননি নাহিদ ও পাটওয়ারী

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশের জবাব দেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 


রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা জানান, তাদের সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা উপস্থিত হননি এবং কোনো লিখিত জবাবও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারাও নিশ্চিত করেছেন, নাহিদ বা পাটওয়ারীর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


এর আগে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও ঢাকা ডিভিশনাল কমিশনার শরাফ উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে দুই নেতাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। 


ওই নোটিশে দুজনকে সোমবার সকাল সাড়ে ৯টার মধ্যে শহরের সব বিলবোর্ড সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও নির্বাচনী বিধি ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সকাল ১১টার মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।


যদিও ওই অভিযোগগুলো অস্বীকার করেছে এনসিপি। দলটির নির্বাচন মিডিয়া উপকমিটি প্রধান মাহবুব আলম বলেছেন, শোকজ নোটিশগুলো বিধিবহির্ভূত এবং বিদ্যমান নিয়মের লঙ্ঘন করে জারি করা হয়েছে।


এক বিবৃতিতে দলটি জানিয়েছে, যে ব্যানারগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে, তাতে লেখা ছিল দেশ সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিন এবং এটি নাহিদ বা পাটওয়ারী বা তাদের পার্টির প্রতীক শাপলা কলির ভোট দেওয়ার প্রচারণা ছিল না।


দলটি আরও দাবি করেছে, ব্যানারগুলো গণভোটের প্রচারণার অংশ ছিল এবং গণভোট সংক্রান্ত কোনো নিয়ম ভঙ্গ হয়নি। সুতরাং এখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার