শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন—জনপ্রিয় হয়ে গেছি


, আপডেট করা হয়েছে : 19-01-2026

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন—জনপ্রিয় হয়ে গেছি

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৭ জানুয়ারি ছিল শোকজের জবাব দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্য জবাব দেননি এই বিসিবি পরিচালক। 


রোববার (১৮ জানুয়ারি) শোকজের জবাব দিয়েছেন নাজমুল। নিজে বিসিবিতে এসে জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান।


তিনি জানান, প্রাথমিকভাবে ইতিবাচক বলেই ধারণা পেয়েছেন। জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 


ফায়াজুর রহমান জানিয়েছেন, শোকজের জবাবে দেওয়া চিঠি নাজমুল বলেছেন তিনি জনপ্রিয়তা পেয়েছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার