শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ : চারদিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 19-01-2026

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ : চারদিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের পর চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


সোমবার (১৯ জানুয়ারি) রাতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচিগুলো হলো—

২০ জানুয়ারি : দেশের সব ক্যাম্পাসগুলোতে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল।

২১ জানুয়ারি : সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।



২২ জানুয়ারি : সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।

২৩ জানুয়ারি : ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।

এর আগে শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেছিলেন, কোনো রাজনৈতিক চাপ, হুমকি কিংবা পেশিশক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীনযোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেওয়া।

এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ‘নির্ধারিত সময়ে শাকসু বাস্তবায়নের দাবি’তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এক রিটের প্রেক্ষিতে শুনানির পর একই দিন দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এর প্রতিবাদে আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। 

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।


বিক্ষোভোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, জুলাই অভ্যুত্থানের ৯ দফা দাবির অন্যতম ভিত্তি ছিল এ দেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। যারা মব তৈরি করে বা দলীয় প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায়, তারা মূলত জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে।

তিনি আরও অভিযোগ করেন, এ দেশের নির্বাচনবিরোধী শক্তি ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি ও ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা ছাত্র সমাজ ও জুলাই প্রজন্মের বিপক্ষে নিজেদের দাঁড় করিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শাকসু আয়োজনের দাবি জানান তিনি।

সমাবেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী বলেন, বিএনপি সবসময় ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তিন তিনবার ক্ষমতায় এসেও তারা কোনো নির্বাচন দেয়নি, আর এখনো তারা একই ষড়যন্ত্রে লিপ্ত।

সমাবেশে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম ছাত্রদলের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকলেও, বর্তমানে তারা পরাজয়ের ভয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়। মববাজি আর দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জুলাই প্রজন্ম কোনোভাবেই মেনে নেবে না।

একদিকে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি, অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীর মাধ্যমে আদালতে প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধের অভিযোগ করেন তিনি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার