রাজশাহীতে ৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


, আপডেট করা হয়েছে : 20-01-2026

রাজশাহীতে ৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 


রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থীর মধ্যে এই ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।


মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, রাজশাহী-১ আসনের সুলতানুল ইসলাম তারেক (স্বতন্ত্র), রাজশাহী-৩ আসনের মো. ওয়াহেদুজ্জামান (এল.ডি.পি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মাদ ফজলুল করিম।


রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


এর আগে রাজশাহীর ৬ টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। যাচাই-বাছাইয়ে ১৯ জন প্রার্থী বৈধ ঘোষিত হয়। পরে আপিলের পর বৈধতা পেয়ে মোট ৩২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার