ঢাকা জেলায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 20-01-2026

ঢাকা জেলায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৫ টি আসন থেকে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২১ জন, ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৪ জন এবং ঢাকা আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন–


ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী বিলকিস নাসিমা রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মফিজুল ইসলাম, খেলাফত মজলিস সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমিন)।

ঢাকা-৫ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এস এম শাহরিয়া এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়েব মুন্সী।


ঢাকা-৬ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর গাজী নাসির; ঢাকা-৭ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তারেক আহম্মেদ আদেল; ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবির আহমদ।

এছাড়া ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সৈয়দ বেলায়েত হোসেন বেলাল; ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান; ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানউল্লাহ ও মো. রিফাত হোসেন মালিক; ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের মো. এমদাদুল হক।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন এবং ঢাকা-১৫ আসনে গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।

ঢাকা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ঢাকা-১৯ আসনে খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আফজাল হোসাইন এবং ঢাকা-২০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার