ময়মনসিংহের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান


, আপডেট করা হয়েছে : 27-01-2026

ময়মনসিংহের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর বিভাগীয় নগরী ময়মনসিংহে তারেক রহমানের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে নগরীতে আসেন দলে দলে। ঢাকঢোল পিটিয়ে মিছিল করে অংশগ্রহণ করেন জনসভায়। বেলা আড়াইটার দিকে তারেক রহমানের মঞ্চে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে উঠেন ৩টা ৫০ মিনিটের দিকে। মঞ্চে উঠে নেতাকর্মীরা ও জনসভায় আগতদের অভিবাদন জানান। এসময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জনসভাস্থল।


দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদ আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার ও উত্তর জেলা বিএনপির যুগ্ম—আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।


তারেক রহমান মঞ্চে উঠার আগে বক্তব্য রাখেন বিভাগের চারজেলা থেকে আগত ধানের শীষের মনোনীত ২৪ জন প্রার্থী, স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলায় আগামীতে বৃহৎ স্বার্থে ধানের শীষকে নিবার্চনে বিজয়ী করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারলে দেশের অস্তিত্ব থাকবে না। এই নিবার্চনের মাধ্যমে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।


এর আগে, ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় ময়মনসিংহ। কানায় কানায় পরিপূর্ণ হয় সার্কিট হাউস মাঠ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার