খুলনা-যশোরে দুই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান


, আপডেট করা হয়েছে : 31-01-2026

খুলনা-যশোরে দুই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।


বিএনপি সূত্রে জানা গেছে, সফরের শুরুতে সোমবার সকালে খুলনার খালিশপুর প্রভাতী হাইস্কুলের বিশাল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর যশোরের উদ্দেশে রওনা দেবেন তিনি।


বেলা ১২টায় যশোর শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। 

যশোরে এটাই তারেক রহমানের প্রথম আগমন বলে দলীয় সূত্রে জানা গেছে।


যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোরের সমাবেশে আশপাশের জেলা মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও নড়াইল থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ১২টা থেকেই জনসমাগম শুরু হবে বলে আশা করা হচ্ছে।


তিনি বলেন, ‘তারেক রহমানকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। শহরের ভেতরে মাঠের স্বল্পতার কারণে জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে উপশহর ডিগ্রি কলেজের বিশাল মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে।’

যশোরের জনসভা শেষে তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার