জামায়াতের নির্বাচনি প্রচারণা গাড়িতে ছাত্রদল নেতার বাধা


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 31-01-2026

জামায়াতের নির্বাচনি প্রচারণা গাড়িতে ছাত্রদল নেতার বাধা

রাজশাহীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নগরী ঘোষপাড়া মোড় এলাকায় এ বাধা দেওয়ার ঘটনা ঘটে।

ছাত্রদলের স্থানীয় কয়েকজন নেতা এ বাধা দেন বলে জামায়াত-শিবিরের নেতাদের অভিযোগ।


জামায়াতে ইসলামীর যুব সংগঠনের বোয়ালিয়া থানা কমিটির সহ সভাপতি রাশেদুল ইসলাম পারভেজ বলেন, আমাদের নির্বাচনি গান বাজানোর জন্য গাড়ি আটকেছিল ছাত্রদলের কিছু ছেলেরা। কিছুটা হলেও ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা চাই সবাই মিলে যেন সুষ্ঠু নির্বাচন হয়। আমরা যেন কাজে উসকানিমূলক কোনো অঘটনা না ঘটাই। শান্তির শহর রাজশাহী। সবাই মিলেমিলে সুষ্ঠু নির্বাচন যেন হয় এটাই আমরা চাই।


ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় ছিলেন। গাড়িতে গান বাজছিল। এ সময় হঠাৎ এসে ছাত্রদলের এক নেতা এসে বাধা দেয়। গান বাজানো বন্ধ করে দেয়। তারা উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তবে আমরা কোনো বিশৃঙ্খলা চাইনি।

এ বিষয়ে রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির রহমান বলেন, ঘোষপাড়া মোড় মেডিকেলে কলেজের সামনে তারা গান বাজাচ্ছিল, আমাদের দলীয় মার্কা ধানের শীষকে ছোট করে। বলছে, নৌকা ধানের শীষ লাঙল দেখা শেষ, অমুক মার্কা দাঁড়িপাল্লা গড়বে এবার হ্যান ত্যান। আমার কথা হচ্ছে, আচরণবিধি অনুযায়ী, কখনো আরেক মার্কা বা ম্যানিপুলেট করে বা ছোট করে প্রচারণা চালাতে পারে না। সবার প্রচারণা চালানোর অধিকার আছে, একজন আরেকজনকে ছোট  না করে।


সাব্বির আরও বলেন, আমরা জিজ্ঞাসা করতে যাই গান বাজানোর জন্য। তারা প্রশ্নের উত্তর দেয়নি। পরে তাদের আরও লোকজন মোটরসাইকেল নিয়ে আসে। আমি ফেসবুকে লাইভ করি। তারা স্বীকারোক্তি দিয়েছে, দলীয় সিদ্ধান্ত। নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে নাকি এরকম প্রচারণা চালাচ্ছে তারা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার