৪০টি দল নিয়ে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট


, আপডেট করা হয়েছে : 23-08-2022

৪০টি দল নিয়ে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নিয়মিত আয়োজনগুলোর একটি স্কুল টুর্নামেন্ট। পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ২৭তম আসর শুরু হবে ২৫ আগস্ট।


টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবারই সবচেয়ে বেশি ৪০টি দল নিয়ে বালক-বালিকাদের এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বক্তব্য রাখেন।


টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৭ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি অর্থ সংকুলান করা হবে ফেডারেশনের তহবিল থেকে।


২৫ আগস্ট দুপুর ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. এনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রেঞ্জ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার